ACCIDENT B T ROAD

খড়দহে ট্যাঙ্কার-গাড়ি সংঘর্ষ

জেলা

বিটি রোডে দুমড়ে যাওয়া গাঠি। ছবি: অভিজিৎ বসু

খড়দহে ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন দুই যাত্রী। তাঁদের একজন আশঙ্কাজনক। বিটি রোডে একটি ট্যাঙ্কারের সঙ্গে দু’টি গাড়ির সংঘর্ষ হয়। 

দুর্ঘটনার পরে বিটি রোডে যানজট সৃষ্টি হয়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খরদহ থানায় বিশাল পুলিশবাহিনী। ট্যাঙ্কারটি আটক করেছে পুলিশ। চালক ও খালাসী পলাতক।

Comments :0

Login to leave a comment