RABIKATHA BHABANIPRASAD MAZUMDAR

রবিকথা ভবানীপ্রসাদ মজুমদার

সাহিত্যের পাতা

RABIKATHA  BHABANIPRASAD MAZUMDAR 21 MAY

জব্দ-পাঁজর, শব্দ-ঝাঁঝর

ভবানীপ্রসাদ মজুমদার

 

 

সবাই তোমায় বলেন 'বিশ্বকবি' 
কেউ বা বলেন, তুমি ‘কাব্যের রবি’ 
আমি বলি, তুমি অমলিন প্রিয় ছবি
হৃদয়-খাতার
প্রাণের পাতার
মাঝে।

 

 

সবাই তোমাকে বলেন তো ‘কবিগুরু' 
কেউ বা বলেন, তুমি শেষ... তুমি শুরু 
আমি কিবা বলি, বুক কাঁপে দুরু দুরু
জব্দ পাঁজর
শব্দ-ঝাঁঝর
বাজে।

 

 

Comments :0

Login to leave a comment