POEM RAMMOHUN

রামমোহনের কবিতা

ছোটদের বিভাগ

POEM RAMMOHUN 22 MAY

কবি রাজা রামমোহন রায়


 

১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

 

 

॥ কালেংড়া-আড়াঠেকা॥

মন যারে নাহি পায় নয়নে কেমনে পাবে।
সে অতীত গুণত্রয়, ইন্দ্রিয় বিষয় নয়,
যাহার বর্ণনে রয়, শ্রুতি মনস্তাপে।
ইচ্ছামাত্র করিল যে বিশ্বের প্রকাশ,
ইচ্ছামতে রাখে ইচ্ছামতে করে নাশ,
সেই সত্য সব আর আসার এভবে॥

 

Comments :0

Login to leave a comment