শুধু ডলারেই নয় এখন থেকে ভারতীয় মুদ্রাতেও বাংলাদেশের সঙ্গে আমদানী-রপ্তানী বানিজ্য করা যাবে। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে মঙ্গলবার প্রথম চালানের পন্য বাংলাদেশে রপ্তানী হল। জানা গেছে, এতদিন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে পণ্য আমদানী- রপ্তানী হতে শুধুমাত্র ডলারের মাধ্যমে। পন্য রপ্তানী করতে গেলে এল সি অর্থাৎ লেটার অব ক্রেডিট কাটতে হতো ডলারের মাধ্যমে। যত টাকার পণ্য রপ্তানী হবে , সেই অনুযায়ী মূল্য ধরে সেই পরিমান ডলার কিনতে হতো।
গত প্রায় ৫ মাস ধরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ভাড়ারে টান পড়েছে। অভাব দেখা দিয়েছে ডলারের। ফলে ওই দেশের আমদানকারীরা ডলার না কিনতে না পারায় তারা ভারত থেকে পণ্য আমদানী করতে পারছিলেন না। স্বাভাবিকভাবে তার প্রভাব পড়ে এদেশেও। ডলারের অভাবে বাংলাদেশের আমদানীকারীরা এল সি কিনতে না পারায় এদেশের রপ্তানীকারীরা পণ্য রপ্তানী করতে পারছিলেন না। ফলে রপ্তানী বানিজ্যের পরিমান কমে যাচ্ছিল। এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে ডলারের পাশাপাশি ভারতীয় অর্থের বিনিময়েও এল সি কাটা যাবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বহিঃবানিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রাও ব্যবহার করা যাবে। এই সিদ্ধান্তের ফলে নতুন করে আশার আলো দেখছেন দুই দেশের আমদানী- রপ্তানীকারীরা। ফলে নতুন উদ্যোমে শুরু হয়েছে বানিজ্য। নতুন নিয়মের প্রথম চালানের পণ্য মঙ্গলবার পেট্রাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ গেল। এব্যাপারে পেট্রাপোল ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, প্রথম দিন ১ কোটি ৫০ লক্ষ টাকার প্রথম শিপমেন্ট বাংলাদেশ গেল। এখন থেকে নিয়মিত যাবে।
India Bangladesh Trade
আনুষ্ঠানিকভাবে শুরু ভারতীয় মুদ্রায় ভারত বাংলাদেশ বানিজ্য
×
Comments :0