ছোট চারচাকা গাড়ি ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ৩ জনের। ঘটনায় আহত হয়েছেন ৯ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগনান থানা এলাকার ১৬ নং জাতীয় সড়কের উপর আষাড়িয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হলো দীপক পন্ডিত, প্রীতম চক্রবর্তী ও সঞ্জিত মাহাতো। এদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। এদের মধ্যে দীপকের বাড়ি চন্দ্রকোনা, প্রীতমের বাড়ি মেদিনীপুরের কোতোয়ালি ও সঞ্জিতের বাড়ি লালগড়ে। মৃতরা সকলেই ছোট চারচাকা গাড়িতে ছিলেন। আহত ৯ জন সরকারী বাসের যাত্রী। আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও পাঁচজনকে ভর্তি রাখা হয়।
জানা গেছে, এদিন চার বন্ধু মিলে পশ্চিম মেদনীপুর থেকে কলকাতায় যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি করে।
মৃত দীপক একজন রঙের ঠিকাদার। রং কিনতে তাঁরা কলকাতায় যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন সঞ্জিত মাহাতো। সাথে আরো দুই বন্ধু প্রীতম ও আর একজনের নাম জানা যায়নি। সে দুর্ঘটনার ঘটনাস্থলের কিছুটা আগে গাড়ি থেকে নেমে যায় বলে জানা গেছে। গাড়িটি দ্রুত গতিতে কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটো দিকের লেনে চলে যায়। সেই সময় উলটো দিক থেকে চলে আসে দীঘাগামী একটি সরকারি বাস। বাসের সঙ্গে ওই চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এরপর বাসটি ওই চারচাকা গাড়িটিকে টেনে হিচরে বেশ কিছুটা নিয়ে চলে যায়। চারচাকা গাড়িটির অর্ধেক অংশ বাসের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। ক্রেন দিয়ে গাড়িটিকে বাসের নিচ থেকে নিয়ে আসা হয়। গ্যাস কাটারের সাহায্যে দেহগুলি উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে পাঠায়।
Comments :0