Amarnath Pilgrim death

অমরনাথ যাত্রায় মৃত্যু ৩৬ জনের

জাতীয়

অমরনাথ যাত্রায় গিয়ে আরও দুই জনের মৃত্যু। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে শনিবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। মৃত দুই জনই রাজস্থানের বাসিন্দা। ফতেহ লাল মানারিয়ার মৃত্যু হয়েছে অমরনাথে যাওয়ার পথে একটি গুহার কাছে এবং মাঙ্গি লাল নামে অপর ব্যক্তির মৃত্যু হয়েছে বালতাল গুহার কাছে। দুজনেই ষাটর্দ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মানারিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যদিও মাঙ্গি লালের মৃত্যুর কারণ সঠিক ভাবে যানা যায়নি।


কতৃপক্ষের দাবি অমরনাথ যাত্রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অত্যন্ত অভিন্ন কারণ। উচ্চতার সঙ্গে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই হৃরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অনেকেরই। বিশেষ করে প্রবীণদের। প্রত্যেক বছরই অমরনাথ যাত্রায় মৃত্যু হয় বহু মানুষের। দক্ষিণ কাশ্মীরে হিমালয়ের গায়ে অমরনাথ মন্দির দর্শন করতে যান মানুষ। ১ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলে এই যাত্রা। ৬২ দিনের এই যাত্রায় দর্শনার্থীদের চড়তে হয় প্রায় ৩,৮৮৮ মিটার পথ।

Comments :0

Login to leave a comment