MOHUN BAGAN

মোহনবাগানের হাফ ডজনে টালমাটাল এয়ার ফোর্স

খেলা

MOHUNBAGAN BENGALI NEWS DURAND CUP 2024

যুবভারতীতে বৃহস্পতিবার ডুরান্ড কাপের গ্রুপ-এ’র ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৬ - ০ গোলে হারালো মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে গোলগুলি করেন কামিংস, লিস্টন, গ্রেগ স্টুয়ার্ট ও টম অ্যালড্রেড। 

এদিন পূর্ণ শক্তির দলই নামিয়েছিলেন সবুজ মের কোচ মলিনা। ডার্বির আগে সমস্ত বিদেশীদেরও এদিন পরখ করে নেন তিনি । ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে বল ছিনিয়ে নিয়ে মাটিতে গড়ানো প্লেসমেন্টের মাধ্যমে সুন্দর ফিনিশ করেন জেসন কামিংস। ১ - ০ এগিয়ে যায় মোহনবাগান। শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ লক্ষ্য করা যাচ্ছিল মলিনার দলে । ম্যাচের ১০ মিনিটে লিস্টনের ফ্রি কিক থেকে কামিংসের হেডটি বিমান বাহিনীর গোলরক্ষক বাঁচিয়ে দিলেও ফিরতি বলে গোল করলেন টম অ্যালড্রেড। এদিন সম্ভাব্য প্রথম দলের প্রায় সমস্ত খেলোয়াড় একসাথে খেলায় একটা মেশিনের মতোই দেখাচ্ছিল মোহনবাগান দলকে । লিস্টন, সাহাল, মানভীর , অপুইয়াদের মধ্যে সুন্দর বোঝাপড়া স্পষ্ট ভাবে লক্ষ্য করা গিয়েছে। 

ম্যাচের ৩৭ মিনিটে সাহালের  পাস থেকে গোল করে ব্যবধান বাড়ালেন লিষ্টন কোলাসো । প্রথমার্ধেই মোহনবাগানের আক্রমণের চাপ এতটাই বেশি ছিল যে বাগান গোলরক্ষক বিশাল কাইথকে কোনো বলই ধরতে হয়নি । প্রথমার্ধ শেষ হয় ৩ - ০ গোলে ।

দ্বিতীয়ার্ধে টমের পরিবর্তে মলিনা মাঠে নামেন আলবার্তোকে। বাঁ দিক থেকে একের পর এক প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে যাচ্ছিলেন লিস্টন কোলাসো। সুহেল ও আপুইয়ার জায়গায় নামেন অনিরুদ্ধ থাপা ও আশীষ রাই। ম্যাচের ৬০ মিনিটে গোল করেন পরিবর্ত হিসেবে নামা অনিরুদ্ধ থাপা । ৭৫ মিনিটে সেই সাহালের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করলেন কামিংস । মানভীরের জায়গায় নামেন গ্রেগ স্টুয়ার্ট। প্রায় ১ বছরেরও বেশি সময় পরে চোট সারিয়ে মাঠে নামেন আশিক কুরুনিয়ান । দেখে বোঝা গেলো যে তার খেলায় বিশেষ মরচে ধরেনি । 

৭৬ মিনিটে গোল করে এয়ার ফোর্সের ম্যাচে ফেরার সমস্ত রাস্তা বন্ধ করে দেন গ্রেগ স্টুয়ার্ট। নিজের প্রথম ম্যাচ থেকেই জাদু দেখাতে শুরু করে দিলেন গ্রেগ । এখনো পুরো ফিট না হলেও দুর্দান্ত কিছু পাস বাড়ালেন । সুহেল আজ হ্যাটট্রিক করতে পারতেন । অনেক সুযোগ মিস করলেন তিনি। টম, কামিংস ও কোচ মলিনা সাংবাদিকদের বলেছেন, ডার্বির জন্য তৈরি তাঁদের দল । আজ ম্যাচ দেখতে এসেছিলেন দিমিত্রি পেট্রাটস ও জেমি ম্যাকলারেন। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতও।

Comments :0

Login to leave a comment