SCIENCE CONGRESS JALPAIGURI

বাস্তুতন্ত্র নিয়ে প্রোজেক্ট, শিশু বিজ্ঞান কংগ্রেসে জলপাইগুড়ির ৪ ছাত্র

জেলা

SCIENCE CONGRESS JALPAIGURI শিক্ষিকা অর্পিতা ঘোষের সঙ্গে জলপাইগুড়ি জেলা স্কুলের ৪ খুদে বিজ্ঞানী।

৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পেলো জলপাইগুড়ি জিলা স্কুলের ৪ খুদে বিজ্ঞানী। জলপাইগুড়ি জেলা স্কুলের ৭টি প্রকল্পের  মধ্যে ২টি প্রকল্প রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পেয়েছে। ‘বাস্তুতন্ত্রের ওপর নগরায়নের প্রভাব’- এই বিষয়ের উপরে প্রোজেক্ট করেছে রুদ্রনীল রায় এবং মৃগাঙ্ক রায় ডাকুয়া। পূর্বায়ন সরকার এবং প্রিন্স দাসের প্রোজেক্ট ‘বাস্তুতন্ত্রের ওপর বিদেশি আগাছার প্রভাব’। দু’টি প্রোজেক্ট তৈরিতেই তাঁদের সাহায্য করেছে জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষিকা অর্পিতা ঘোষ। 

অষ্টম শ্রেণির ছাত্র রুদ্রনীল রায় জানিয়েছে, ‘‘খুব ভালো লেগেছে রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পাওয়ায়। আমাদের এলাকার বিভিন্ন বিষয় আমরা রাজ্যস্তরে তুলে ধরতে পারব।’’

অপরদিকে অষ্টম শ্রেণির ছাত্র পূর্বায়ণ সরকার বলেছে, ‘‘বিদেশি আগাছা বাস্তুতন্ত্রের ওপর কী প্রভাব ফেলে এই বিষয়ের উপর আমাদের প্রোজেক্ট করেছি। এই রাজ্যস্তরে যাওয়ার সুযোগ পেয়ে আমার দুজনেই খুব আনন্দিত।’’

শিক্ষিকা অর্পিতা ঘোষ বলেছেন, ‘‘এই বছর ৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে আমাদের বিদ্যালয় থেকে দু’টি দল, অর্থাৎ ৪ জন ছাত্র রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পেয়েছে। ৪ জন ছাত্রই জলপাইগুড়ি জেলা স্কুলে অষ্টম শ্রেণিতে পাঠরত। এটা সত্যিই খুব আনন্দের মুহূর্ত।’’

Comments :0

Login to leave a comment