মঙ্গলবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ঘরের মাঠে নামবে চেন্নাইন এফসি। তাদের প্রতিপক্ষ মোহনবাগান। শীর্ষে যাওয়ার থেকেও কঠিনতর হল শীর্ষস্থান ধরে রাখাটা। এই চ্যালেঞ্জ নিয়েই মঙ্গলবার মাঠে নামবে মলিনা ব্রিগেড। প্রথমদিকে জেতা ম্যাচ ড্র করায় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মলিনাকে। শুনতে হয়েছিল গো ব্যাক ধ্বনিও। তবে এখন সেইসব অতীত। সকলের থেকেই বেশ খানিকটা এগিয়ে রয়েছে মোহনবাগান। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মলিনার দল। গত ম্যাচে জামশেদপুরের কাছে হোঁচট খেলেও সেইসবকে গুরুত্ব দিচ্ছেননা মলিনা। মঙ্গলবার ম্যাচে হয়তো শুরু থেকেই দেখা মিলতে পারে গ্রেগ স্টুয়ার্টের। গত ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করায় মাত্র ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মোহনবাগানকে। তাই এই রোগের নিরামক হিসেবেই প্রথম একাদশে ফিরতে পারেন গ্রেগ। বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। কামিংসকে দেখা যাবে শুরু থেকেই। নভেম্বরে কলকাতায় কামিংসের শেষ মুহূর্তের গোলেই চেন্নাইনকে পরাস্ত করেছিল মোহনবাগান। গত মরশুমের থেকেও ভালো ফর্মে রয়েছেন এই অজি বিশ্বকাপার। চেন্নাই দলের রক্ষণভাগ এমনিতেই বেশ শক্তিশালী। তার উপর দলে সদ্য যোগ দিয়েছেন প্রীতম কোটাল। মঙ্গলবার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধেই চেন্নাইনের জার্সিতে অভিষেক ঘটবে তার। এলসিনহো , রায়ান এডামসের সাথে জুটি বেঁধে চেন্নাইনের রক্ষণ সামলাবেন উত্তরপাড়ার প্রীতম।
একনজরে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল, আলবার্তো, টম, আশীষ, শুভাশীষ, আপুইয়া, সাহাল, লিস্টন, মানভির, গ্রেগ স্টুয়ার্ট ও জ্যাসন কামিংস।
Comments :0