মঙ্গলবার ২১ তারিখ ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ( ইউসিএল ) ম্যাচ। ভারতীয় সময় রাত ১১:৩০ টায় মোনাকোর স্টেড লুইস টু স্টেডিয়ামে নামবে মোনাকো এবং এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা। বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে রয়েছে এ এস মোনাকো। সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। এছাড়াও ঐদিন একইসময়ে মাঠে নামবে আটালান্টা ও স্টর্ম গ্রাজ। গত মরশুমে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে অপরাজেয় বায়ার লেভারকুরসেনেক হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই তারা সুযোগ পেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে। তারপর উয়েফা সুপার কাপের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বেশ ভালোভাবেই নতুন মরশুম শুরু করেছিল আটালান্টা । ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে রয়েছে আটলান্টা এবং ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে রয়েছে বর্তমানে অস্ট্রিয়ান বুন্দেসলিগার শীর্ষে থাকা দল স্টর্ম গ্রাজ। এছাড়াও অন্যান্য ম্যাচে বুধবার আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামবে বায়ার লেভারকুরসেন এবং বেনফিকার বিরুদ্ধে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের বার্সিলোনা।
Comments :0