UGC Kerala

ইউজিসির নির্দেশিকার বিরুদ্ধে প্রস্তাব পাশ কেরালায়

জাতীয়

উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন (ইউজিসি)র নির্দেশিকার বিরোধীরা করে প্রস্তাব পাশ হলো কেরালা বিধানসভায়। মঙ্গলবার কেরালা বিধানসভায় ইউজিসি নির্দেশিকার বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সম্প্রতি উপচার্য নিয়োগ নিয়ে যেই বিঞ্জপ্তি ইউজিসি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে, রাজ্যপাল নিজের পছন্দ মতো ব্যাক্তিকে সার্চ কমিটির মাথায় বসাতে পারবেন, তাতে রাজ্যের প্রতিনিধিও থাকবে। ওই সার্চ কমিটি উপাচার্য হিসাবে যাকে মনোনীত করবে তাকে রাজ্যপাল উপাচার্য হিসাবে নিয়োগ করবে। এই পরিস্থিতিতে অবিজেপি শাসিত রাজ্য গুলোর দাবি এই নির্দেশিকার ফলে রাজ্যের অধিকার উপাচার্য নিয়োগের ক্ষেত্রে খর্গ করা হচ্ছে। তাদের কথায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলোর মতো রাজ্যের বিশ্ববিদ্যালব গুলোতেও আরএসএস নিজের পছন্দ মতো লোককে উপাচার্জ হিসাবে নিয়োগ করবে। শিক্ষামহলের একাংশের কথায় যেই নির্দেশিকা ইউজিসি জারি করছে তাতে শিক্ষামহলের বাইরের কোন ব্যাক্তিও উপাচার্য হতে পারেন। অর্থাৎ কোন ব্যাবসায়ীও উপাচার্য হতে পারেন। 

ইতিমধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন কেরালা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এই নির্দেশিকার বিরোধীতা করার জন্য। স্টালিন বিজয়নকেও একই আবেদন করেন। এদিন সেই আবেদেরন পরিপ্রেক্ষিতে প্রস্তাব পাশ হয় কেরালা বিধানসভায়। 

Comments :0

Login to leave a comment