Supreme Court rg kar

আজ সুপ্রিম কোর্টে হলো না আর জি কর মামলার শুনানি

জাতীয় রাজ্য

বুধবার হলো না সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। এদিন দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। নিম্ন আদালতে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার পর আজ ছিল শীর্ষ আদালতে আর জি কর মামলার প্রথম শুনানি। জানা যাচ্ছে আগামী বুধবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। 
আর জি করের ঘটনাকে নিয়ে দুটি মামলা হয় সুপ্রিম কোর্টে। প্রথমটি কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা এবং দ্বিতীয়টা হচ্ছে আর জি কর হাসপাতালে দুর্নীতি। এই দু’টি মামলার শুনানি একসঙ্গে হচ্ছে সুপ্রিম কোর্টে। আর জি কর কাণ্ডে হাইকোর্টে প্রথমে শুনানি চলছিল। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে।
উল্লেখ্য ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা, মা। তাঁরা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন নতুন করে মামলার শুনানি হওয়ার। চল্লিশটি প্রশ্ন তাঁরা তুলেছেন তদন্ত প্রক্রিয়া নিয়ে। এই অপরাধে জড়িত যারা, তথ্য প্রমাণ লোপাটে জড়িত যারা, তাদের সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁরা বার বার জানিয়েছে খুন ও ধর্ষণের সিবিআই যেই তদন্ত করছে তাতে তারা কোন ভাবে খুশি নয়। তদন্তে গাফিলতি আছে বলেও তারা দাবি করেছেন। 
নিম্ন আদালতে কেবল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সাজা হয়েছে। পরিবার এবং আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত আরও অনেকে। যাঁরা যুক্ত আছেন তাদের সবার শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। ইতিমধ্যে শীর্ষ আদালতের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে প্রমাণ লোপাটের ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে সিবিআই।

Comments :0

Login to leave a comment