ELECTORAL BOND

নির্বাচনী বন্ডে গত অর্থবর্ষেও সবচেয়ে বেশি আদায় তৃণমূলের

জাতীয় রাজ্য

তৃণমূল কংগ্রেস এবং তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি সবথেকে বেশি তুলেছেন নির্বাচনী বন্ড থেকে টাকা।  নির্বাচন কমিশনেরই তথ্য অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবর্ষে নির্বাচনী বন্ডের সিংহভাগই গেছে তৃণমূল ও ভারত রাষ্ট্র সমিতির হাতে।  
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই অর্থবর্ষে, বিজেপি ও কংগ্রেসের অডিট রিপোর্ট পাওয়া যায়নি। আঞ্চলিক দলগুলির অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চের ৩১ তারিখ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত নির্বাচনী বন্ডে সবচেয়ে বেশি টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। তৃণমূলের নির্বাচনী বন্ডে পাওয়া টাকার অঙ্ক প্রায় ৬১৩ কোটি। ভারত রাষ্ট্র সমিতি নির্বাচনী বন্ডে প্রায় ৪৯৬ কোটি টাকা পেয়েছে। এই তালিকায় রয়েছে উড়িষ্যার বিজু জনতা দল, তেলেগু দেশম পার্টি, ওয়াইএসআর কংগ্রেসও। 
নির্বাচনী বন্ডে একটিও টাকা নেয়নি সিপিআই(এম)। নরেন্দ্র মোদী সরকারের এই নির্বাচনী বন্ড ব্যবস্থা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। অস্বচ্ছ এবং অসাংবিধানিক এই ব্যবস্থার বিরুদ্ধে গোড়া থেকে সরব সিপিআই(এম) এবং বামপন্থীরা। সিপিআই(এম) সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ডের বিরুদ্ধে মামলা দায়ের করে।
তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডে বিপুল টাকা তুলেছে। তার আগে লটারি কেলেঙ্কারিতে তৃণমূলেরই নেতাকর্মীদের যোগসাজশ দেখা গিয়েছিল। বামপন্থীরা বারবারই বলেছে নির্বাচনী বন্ড বা তার বাইরে বিপুল কাটমানি তৃণমূলের আর্থিক সম্পদের উৎস। তার বিনিময়ে চলছে দুর্নীতি-দুষ্কৃতী চক্র। বিজেপি দুর্নীতি দমনের কথা বললেও এই অস্বচ্ছ ব্যবস্থা চালু হয়েছে মোদী সরকারের মেয়াদে, ২০১৮-তে।

Comments :0

Login to leave a comment