Fake Currency

বসিরহাটে জাল নোট সহ গ্রেপ্তার ২

রাজ্য জেলা

উদ্ধার হওয়া জাল ভারতীয় ৫০০ টাকার নোট।

উত্তর ২৪ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্তে এবার সক্রিয় জাল নোট কারবারীরা। ভারতীয় ৫০০ টাকার ২৫ টি জাল নোট সহ দুই জাল নোটকারবারিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট থানার ইটিণ্ডা থেকে গ্রেপ্তার করলো পুলিশ। বুধবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বসিরহাটের ইটিন্ডায় জাল নোটকারবারী দুই দুষ্কৃতীর পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছে বলে এদিন জানা গিয়েছে পুলিশ সূত্রে।
গোপনসূত্র মারফত বসিরহাট থানার পুলিশের কাছে খবর আসে বসিরহাটের সীমান্তবর্তী ইটিণ্ডায় জাল নোট কারবারি দুই দুষ্কৃতী দাঁড়িয়ে আছে। এই খবর পাওয়ার সাথে সাথে মঙ্গলবার রাত একটা নাগাদ পুলিশ সেখানে হানা দিয়ে সেলিম মণ্ডল ও ইব্রাহিম মণ্ডল নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জাল ১২ হাজার ৫০০ টাকার ২৫ টি জাল পাঁচশো টাকার নোট উদ্ধার হয়। ভারত বাংলাদেশ সীমান্তের ৩-৪ কিলোমিটারের মধ্যে ইটিন্ডা। অতীতে ইটিন্ডা বাজার এলাকায় বিভিন্ন দেশের বিশেষ করে জাল ডলারের রমরমা ব্যবসা চলতো বলে এদিন স্থানীয় সূত্রে জানা যায়। 
গত সোমবার স্থানীয় একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আসা এক ক্রেতার কাছ থেকে জাল ৫০০ টাকার নোট পেয়ে দোকানদার ধরে ফেলেন। ক্রেতা একজন স্থানীয় মানুষ হওয়ায় সেখানেই বিষয়টি মিটে যায়। মঙ্গলবার রাতে জাল নোট কারবারীদের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাল নোটকারবারিদের এ হেন সক্রিয়তা নিয়ে পুলিশ এবং বিএস এফের নজরদারি বাড়ানোর দাবি তুলছেন স্থানীয় মানুষ।
ভারত বাংলাদেশ সীমান্তের মালদহ মুর্শিদাবাদ জেলায় ভারতীয় জাল মুদ্রা কারবারীদের সক্রিয়তা নতুন কিছু নয়। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে উত্তর ২৪পরগনা জেলার বসিরহাট সীমান্তে এই জাল ভারতীয় মুদ্রা উদ্ধারে জাল নোট কারবারীরা কী বসিরহাটকে সেফ প্যাসেজ হিসাবে বেছে নিল? উঠছে সেই প্রশ্নও।

Comments :0

Login to leave a comment