Maharashtra Children Death

মহারাষ্ট্রে অপুষ্টিতে ৬৫ শিশুর মৃত্যু, হলফনামা তলব হাইকোর্টের

জাতীয়

জুন থেকে নভেম্বরের মধ্যে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে অপুষ্টিতে। অমরাবতী জেলার মেলাঘাট মহারাষ্ট্রে আদিবাসী নিবিড় এলাকা। সেখানে অপুষ্টিতে মৃত শিশুদের ছয় মাসেরও কম। পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বম্বে হাইকোর্ট। 
আদালতের কড়া সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র এবং মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছে দুই বিচারপতি রেবতী মোহিতে দেরে এবং সন্দেশ পাতিলের বেঞ্চ। 
বিচারপতিরা বলেছেন, আদিবাসী নিবিড় এলাকায় অপুষ্টি মোকাবিলায় ২০০১ থেকে একের পর এক নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু সেসব নির্দেশকে ধারাবাহিকভাবে পাশ কাটানো হয়েছে। 
রাজ্য সরকার শুনানিতে দাবি করেছিল যে শিশুমৃত্যুর কারণ নিউমোনিয়া। অপুষ্টি নয়। বেঞ্চ পালটা প্রশ্ন তোলে যে ২০০১-এ এই এলাকায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর হয়েছে কি?
রাজ্য সরকার এই প্রশ্নেরত জবাব দিতে পারেনি। আদালত নির্দেশ দিয়েছে যে জনস্বাস্থ্য আদিবাসী উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সচিবদের হলফনামা দিয়ে জানাতে হবে সরকার আদালতের নির্দেশ কবে পালন করবে।

Comments :0

Login to leave a comment