Accident In Rajasthan

রাজস্থানে দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭ জন

জাতীয়

Accident In Rajasthan


রাজস্থানে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই জন। ঘটনাটি ঘটেছে শনিবার দেদওয়ানা-কুচামান জেলায়। বিয়েবাড়ি যাওয়ার পথে বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার ওপর ছিটকে পড়েন ভ্যানে থাকা যাত্রীরা। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে খুনখুনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাত জনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের সহযোগীতায় আহত দুজনকে জয়পুরে হাসপাতালে ভর্তি করানো হয়।


বাঁথাদি গ্রামের খুনখুনা থানার কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই। নিহত ও আহতেরা সিকারের বাসিন্দা। শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভ্যানে করে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন যাত্রীরা। বাঁথাদি গ্রামের খুনখুনা থানার কাছে আচমকাই একটি দ্রুতগতির বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত দুই জনকে উদ্ধার করে রাজস্থানের বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তাদের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের জয়পুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন যুবক ও ৬ বছরের এক শিশু রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি বাঙ্গার হাসপাতালের মর্গে রাখা রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment