সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, খালি পায়ে ভাঙা একটা চেয়াকে ওয়াকারের মতো ব্যাবহার করে তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৃদ্ধার টিপ ছাপ না মেলায় ব্যাঙ্ক থেকে তাঁকে গিয়ে পেনশনের তিন হাজার টাকা তুলতে হয়। এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয় ব্যাঙ্কের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
ওড়িশার একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। যার জেরে নাজেহাত সাধারণ মানুষ। এই পরিস্থিতি সামাজিকমাধ্যমে এই ভিডিও মানুষের মনে প্রভাব ফেলেছে।
Comments :0