70 years old walk bare foot

খালি পায়ে হেঁটে পেনশন নিতে যাচ্ছেন বৃদ্ধা, সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিও

জাতীয়

খালি পায়ে তপ্ত পিচের ওপর দিয়ে হেঁটে পেনশন আনতে যাচ্ছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। বৃদ্ধা সূর্য হরিজন নামে ওই মহিলা ওড়িশার নবরঙপুর জেলার ঝাড়িগাঁও ব্লকের বাসিন্দা। তাঁর বড় ছেলে পরিযায়ী শ্রমিক। ছোট ছেলের পরিবারের সাথে তিনি থাকেন। বৃদ্ধার ছোট ছেলে ক্ষেতমজুরের কাজ করেন।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে, খালি পায়ে ভাঙা একটা চেয়াকে ওয়াকারের মতো ব্যাবহার করে তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৃদ্ধার টিপ ছাপ না মেলায় ব্যাঙ্ক থেকে তাঁকে গিয়ে পেনশনের তিন হাজার টাকা তুলতে হয়। এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয় ব্যাঙ্কের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ওড়িশার একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। যার জেরে নাজেহাত সাধারণ মানুষ। এই পরিস্থিতি সামাজিকমাধ্যমে এই ভিডিও মানুষের মনে প্রভাব ফেলেছে। 

Comments :0

Login to leave a comment