Delhi Pollution

দীপাবলির রাতে দিল্লিতে বেড়েছে দূষণের মাত্রা

জাতীয়

দীপাবলি উপলক্ষে মাত্রারিক্ত বাজি পোড়ানোয় দূষণের হার বেড়েছে দিল্লিতে। বৃহস্পতিবার দেদার শব্দ বাজি ফাটানো হয় দিল্লিতে যার ফলে বাতাসে দূষণের পরিমান বাড়ার সাথে সাথে বেড়েছে শব্দ দুষণও। পরিসংখ্যান অনুযায়ী গতকাল সকালে দিল্লির একিউআই ছিল ৩২৮, রাতে তা বেড়ে হয়েছে ৩৫৯ যা অত্যন্ত খারাপ বলে চিহ্নিত করেছেন পরিবেশবিদরা। 
দীপাবলির প্রাক্কালে, দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ঘোষণা করেন যে রাজধানী জুড়ে আতশবাজি আটকানোর জন্য ৩৭৭ টি দল গঠন করা হয়েছে। দিল্লি পুলিশের একজন কর্তা জানান যে সমস্ত ডেপুটি কমিশনার অফ পুলিশকে (ডিসিপি) তাদের নিজ নিজ এলাকায় যাতে আতশবাজি না ফাটে তা নিশ্চিত করার জন্য দল গঠন করেছেন।

গত বছর, দীপাবলির দিনে দিল্লির একিআই ছিল ২১৮।

উল্লেখ্য প্রতিবেশী হরিয়ানা এবং পাঞ্জাবে খড় পোড়ানো বা খামারে আগুন, বিশেষ করে অক্টোবর এবং নভেম্বরের ফসল-পরবর্তী মরসুমে, দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধির জন্য প্রায়ই দায়ী করা হয়।

Comments :0

Login to leave a comment