আবারও চাপরামারি জঙ্গলে ট্রেনে কাটা পড়ল এক গর্ভবতী হাতি। ট্রেনের ধাক্কার গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে। বুধবার গভীর রাতে নাগরাকাটা থেকে চালসা গামী একটি মালগাড়ির ধাক্কায় মারা গেলো সেই অন্তঃসত্ত্বা হাতিটি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২টো ৫০ মিনিট নাগাত চাপরামারি জঙ্গলের মাঝখানে। খবর পেয়েই সেখানে পৌঁছায় বনদপ্তর। মা হাতি ও তার নবজাত শাবকের ময়না তদন্তের পর দাহ করা হবে বলে বন দপ্তর সূত্রে খবর।
বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, রাতে আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে একটি ট্রেন জঙ্গলের ভেতর দিয়ে ডুয়ার্স দিয়ে দ্রুত গতিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বনদপ্তরের আধিকারিরেরা ঘটনাস্থলে রয়েছেন।
ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু কমাতে যেখানে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তারপরেও কিভাবে ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু কীভাবে হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Comments :0