ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করলেন শিক্ষকরা। এবিটিএ’র পরিচালনায় রবিবার মালদহ জেলা স্তরের এই অনুষ্ঠান হয়েছে মালদা গার্লস হাই স্কুলে।
এর আগে বিদ্যালয়, অঞ্চল এবং মহকুমা স্তরে হয়েছে প্রতিযোগিতা। এদিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। উদ্বোধন করেন মালদা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা চ্যাটার্জি। সভাপতিত্ব করেন সমিতির প্রাক্তন নেতা প্রকাশ চন্দ্র পোদ্দার। সমিতির জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ বলেন, দীর্ঘদিন ধরেই নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএ প্রতি বছর ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা করে। রাজ্য এবং দেশে হিংসা -বিদ্বেষ বেড়েই চলেছে। সংস্কৃতির জগত দূষিত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতি ও মননশীলতা গড়ে তুলতে সমিতির এই প্রয়াস অব্যাহত থাকবে।
প্রকাশ পোদ্দার তাঁর প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার পুরস্কারগুলি অর্থ মূল্য প্রদান করেন। "কল্পনা পোদ্দার স্মৃতি পুরস্কার " দেওয়া হয়। জেলা স্তরের প্রথম স্থানাধিকারীদের নিয়ে ১ অক্টোবর কলকাতার গভর্নমেন্ট মাল্টিপারপাস বয়েজ স্কুলে (টাকি হাউসে) রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে।
Comments :0