Rampurhat Government Medical College

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি রামপুরহাট হাসপাতালে

রাজ্য

রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানে জুনিয়র ডাক্তাররা।

কাজের ক্ষেত্রে নিরাপত্তা নেই। অবিলম্বে কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কর্মবিরতি করেছেন রামপুরহাট গভর্ণমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে সামিল হয়েছিলেন তাঁরা। জরুরী বিভাগ ছাড়া বাকি ক্ষেত্রে পরিষেবার কাজে এদিন তারা নিযুক্ত হন নি। ফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, নানা অজুহাতে হাসপাতালে ঢুকে বিক্ষোভ, স্বাস্থকর্মীদের হেনস্থার ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কখনও কখনও শারিরীক নিগ্রহও করা হচ্ছে। অবাধে হাসপাতালের ওয়ার্ডের অভ্যন্তরে শ'য়ে শ'য়ে মানুঢ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গত দু দিন আগেও এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনদের বিরুদ্ধে চিকিৎসকদের নিগ্রহের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকে ক্ষোভ আরও তীব্র হয় কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের। প্রতিবাদে এদিন তাঁরা সামিল হয়েছিলেন কর্মবিরতিতে। জুনিয়র ডাক্তার অনিন্দিতা সাহার বক্তব্য, ‘‘আমরা কর্তব্যরত অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিরাপত্তা সুনিশ্চিত করা, হাসপাতালে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা সহ বেশ কিছু দাবিদাওয়া জানিয়ে অবস্থান করেছি।’’
এব্যাপারে হাসপাতালের এমএসভিপি পলাশ দাস জানিয়েছেন, ‘‘চিকিৎসকরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি মানুষকেও যত্নশীল, সচেতন হওয়ার আবেদন জানাচ্ছি।’’

Comments :0

Login to leave a comment