DHUPGURI ISHWAR CHANDRA ROY

নাম ঘোষণার পরই লোকশিল্পী প্রার্থীকে নিয়ে কর্মীসভা ধুপগুড়িতে

জেলা

বিধানসভা উপ নির্বাচনে সাগরদিঘিতে মানুষ হারিয়েছিলেন তৃণমূল এবং বিজেপি, দুই শক্তিকেই। তার চেয়েও বেশি মানুষকে  সংহত  করতে হবে ধুপগুড়ির উপনির্বাচনে। 

শুক্রবার সন্ধ্যায় ধুপগুড়ি পার্টি অফিসে  এক কর্মী সভায় এই আহ্বান  জানালেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য।  তিনি জানান যে আগামী  ১৩ আগস্ট, রবিবার সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ধুপগুড়িতে কর্মী  সভা করবেন।

আচার্য বলেন, ‘‘তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে মানুষের  যন্ত্রণা ও ক্ষোভের আগুনকে প্রকাশ করবেন ধূপগুড়ির মানুষ।’’

আগামী ৫ সেপ্টেম্বর  ধূপগুড়ি বিধান সভার  উপ নির্বাচন। উপনির্বাচনে  বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়। যুব ফেডারেশনের কাজের মধ্য দিয়ে তিনি সিপিআই(এম)’র সঙ্গে যুক্ত হন তিনি। বারঘরিয়া গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বও পালন করেছেন। রাজবংশী  ভাষা নিয়ে চর্চা গবেষণা করছেন। জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী তিনি। নিজেই গান রচনা  করেন সুর দেন। গণতান্ত্রিক লেখক  শিল্পী সঙ্ঘের সাথে যুক্ত। সামাজিক ন্যায় মঞ্চের জলপাইগুড়ি জেলা সভাপতি। 

এই সভায় প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন জেলা  কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার। 

Comments :0

Login to leave a comment