ANAYAKATHA | RAJ MANDAL | NEWFRIEND | BHAGHAT SINGH | MUKTADHARA | 2025 MARCH 23

অন্যকথা | রাজ মন্ডল | নতুনবন্ধু | বীর বিপ্লবী ভগত সিং | মুক্তধারা | ২০২৫ মার্চ ২৩

সাহিত্যের পাতা

ANAYAKATHA  RAJ MANDAL  NEWFRIEND  BHAGHAT SINGH  MUKTADHARA    2025 MARCH 23

অন্যকথা | মুক্তধারা

বীর বিপ্লবী ভগত সিং

রাজ মন্ডল

নতুনবন্ধু 



ভগৎ সিং ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভেতরে বটুকেশ্বর দত্তের সাথে বোমা নিক্ষেপ এবং ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তার অতুলনীয় অবদানের কারণে। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী।

১৯০৭ সালে ২৮শে সেপ্টেম্বর পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গার নিকটস্থ খাটো কর কালান গ্রামে একটি জাট পরিবারে ভগৎ সিং জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কিষান সিং এবং মাতার নাম বিদ্যাপতি সিং। 'ভগত'শব্দের অর্থ হলো 'ভক্ত'। তিনি যে পরিবারের জন্মগ্রহণ করেন সেটি ছিল এক দেশ প্রেমিক শিখ পরিবারে। এই পরিবারের কোন কোন সদস্য ভারতের বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মাত্র ১৪ বছর বয়স থেকেই ভগৎ সিং স্বাধীনতার সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকেন। ভগৎ সিং এর প্রথমে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হলেও পরে গ্রেফতারের সময় তার কাছ থেকে পিস্তল পাওয়ার অপরাধে ভগৎ সিং কে ফাঁসির আদেশ দেওয়া হয়। ভগৎ সিংসহ শিবরাম রাজগুরু, শুকদেব থাপার এবং আরো ২১ জনকে বোমার দ্বারা ব্রিটিশ পুলিশ হত্যার অপরাধে অভিযুক্ত করা হয়।

অবশেষে ১৯৭১ সালে ২৩ শে মার্চ সন্ধ্যা সাতটায় বিপ্লবী ভগৎ সিং এর ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৩ বছর। মৃত্যুর পর তার দেহ জেলের পেছনের দেয়াল ভেঙে তৎকালীন লাহোবের ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা গ্রামে নিয়ে গিয়ে দাহ করা হয় এবং শতদ্রু নদীর জলে চিতা ভস্ম ভাসিয়ে দেওয়া হয়।।


ষষ্ঠ শ্রেণী 
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা 
কল্যাণ নগর, খড়দহ উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment