Narendra Modi

তাহেরপুরে নামতে পারলেন না মোদী

জাতীয় রাজ্য

কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজন করেছিল বিজেপি। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পাশাপাশি মতুয়া ভোটকে মাথায় রেখে সভার আয়োজন করেছে বিজেপি। এসআইআরের নাম করে মতুয়া সমাজের মানুষকে যেই বিপদের মুখে ফেলা হয়েছে তা নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বামপন্থীরা মতুয়াদের ভোটাধিকার রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে নির্বাচনে কমিশনের তাদের প্রতিনিধিদের নিয়ে দেখাও করেছেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। বাংলা বাঁচাও যাত্রা চলাকালিন ঠাকুরনগর ঠাকুর বাড়ি যান মীনাক্ষী মুখার্জিরা। কথা বলেন সেখানকার মানুষের সাথে। বামপন্থীরা যখন মতুয়াদে বিপদ থেকে রক্ষা করার জন্য লড়াই চালাচ্ছে তখন মতুয়া কার্ড এবং সিএএ’র নাম করে মতুয়াদের থেকে বিপুল টাকা লুঠ করছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। 
এদিন সকালে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছায় প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে চপারে তাহেরপুরর দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। আবহাওয়ার কারণে তিনি আর তাহেরপুরে নামতে পারেননি। ফিরতে হয় তার চপারকে। বিজেপি সূত্রে খবর ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।

Comments :0

Login to leave a comment