বায়ু দূষণের মাত্রা বাড়ছে দেশে। বাড়ছে সূক্ষ্ম ধূলিকণা ‘পিএম-২.৫’ এবং ‘পিএম-১০’। বুধবার শ্বাসজনিত সমস্যার চিকিৎসা নিয়ে সব রাজ্যকে পরামর্শ পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
বুধবার দিল্লিতে বায়ু গুণমান সূচক ৪৩৮। দূষণের মাত্রা ‘গুরুতর’। কলকাতায় এই সূচক এদিন ২১৪, দেখাচ্ছে বায়ু গুণমান সংক্রান্ত বেসরকারি ওয়েবসাইট। এই নিরিখেই কলকাতাকেও ফেলা হচ্ছে ‘গুরুতর’ মাত্রাতেই।
সূচক ০-৫০ থাকলে ‘ভালো’, ৫০-১০০ থাকলে মাঝারি, ১০০-১৫০ থাকলে ‘খারাপ’, ১৫০-২০০ থাকলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০০-৩০০ হলে ‘গুরুতর’ ধরা হয়।
গত বেশ কিছু সপ্তাহ ধরেই দিল্লি সহ বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বায়ুদূষণের মাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশুদ্ধ শ্বাসবায়ু ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন দিল্লিবাসী। রাজপথে প্রতিবাদে নেমেছেন বহু নাগরিক। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দূষণ কাটানো যায়নি।
এদিনই সুপ্রিম কোর্ট দিল্লি সংলগ্ন দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানার জবাব তলব করেছে। এই দুই রাজ্যে মাঠে পৎে থাকা খড়কুটো জ্বালানোয় দিল্লিতে দূষণের মাত্রা বেড়েছে বলে অভিযোগ। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ নভেম্বর।
বায়ুদূষণ জনিত রোগের মোকাবিলায় সব রাজ্যেকে নতুন নির্দেশিকা পাঠিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বক্ষ চিকিৎসার সুযোগ বাড়ানোর ওপর জোর দিতে বলেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, সব সরকারি মেডিক্যাল কলেজে চেস্ট ক্লিনিক বা বক্ষবিভাগকে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় কর্মসূচির আওতায় আনতে হবে ।
পাশাপাশি, সর্বোচ্চ বায়ু দূষণের মাসগুলিতে (সেপ্টেম্বর থেকে মার্চ) এই ক্লিনিকগুলিকে প্রত্যেকদিন অন্তত ২ ঘন্টা বাড়তি কাজ করার জন্য বলা হয়েছে। বাতাসে দূষণের মাত্রা বেশি হওয়ায় শ্বাসজনিত ও হৃদরোগের মাত্রা এই সময় বেশ বেড়ে যায়। তাই স্বাস্থ্য দপ্তরের তরফে ৩৩ পাতার একটি নির্দেশিকা পেশ করার পাশাপাশি তা দ্রুত কার্যকর করার কথাও বলা হয়। পাশাপাশি, হাসপাতালগুলিকে ও এই সময় বিশেষভাবে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
বায়ু দূষণ রোধে জাতীয় কর্মাসুচির মাধ্যমে শহরের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল, প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য প্রতিষ্ঠানে চেস্ট ক্লিনিক খোলার জন্য বলা হয়েছে। যেখানে মূলত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি শ্বাসজনিত এবং হৃদরোগে বহুদিন ধরেই ভুগছেন এমন রোগীদেরও বিশেষভাবে পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে।
Air Pollution
বায়ু দূ্ষণ গুরুতর কলকাতাতেও, সব রাজ্যে নির্দেশিকা কেন্দ্রের
ছবি প্রতীকি।
×
Comments :0