এটিএম কিয়স্কে টাকা না ভরে কোটি টাকার বেশি আত্মসাৎ এর অভিযোগ, গ্রেপ্তার তিন জন। মূল মাথা এখনো অধরা, উদ্ধার ষাট লক্ষ টাকা। শ্রীরামপুর এর ঘটনা। ধৃত তিন জনকে সোমবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএম এ টাকা ভরে যে এজেন্সি তারা গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্ক গুলোতে যে পরিমান টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি।
এজেন্সির হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করতো শ্রীরামপুরের এক যুবক। বিষয়টি নজরে আসে গত ২ মে। পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল সন্তু দত্ত, সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র। ধৃতদের কাছ থেকে ষাট লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। প্রায় দের কোটি টাকা চুরি হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা। তার খোঁজে তল্লাশী চলছে। এদিন ধৃতদের দশ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়।
Comments :0