আজ শেষ হচ্ছে অনুব্রতর পুলিশ হেপাজত। ফের তাকে তোলা হবে দুবরাজপুর আদালতে। আগের দিনের মত তড়িঘড়ি নয়। নির্দিষ্ট সময়ে অর্থ্যাৎ দুপুর দুটো নাগাদ দলেরই এক নেতার করা 'ঠুনকো' মামলায় গ্রেপ্তার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সাত দিনের পুলিশ হেপাজত শেষে পেশ করা হবে আদালতে। যে দুটি বিষয়ের দিকে এদিন চোখ রয়েছে তা হল, এক, পুলিশ ফের অনুব্রতকে নিজদের হেপাজতে চায় কি না। দুই, অনুব্রতর জামিনের আবেদনের জন্য কোনও আইনজীবি খাড়া হয় কি না আদালতে। অপরদিকে অভিযোগ করার ৮ দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত শিবঠাকুর মণ্ডলের অভিযোগে অনুযায়ী যেখানে অনুব্রত তাকে প্রাণে মারার হূমকি দিয়েছিল, সেই তৃণমূলের দপ্তরে অর্থ্যাৎ যেটা ঘটনাস্থল সেখানে এখনও একবারের জন্যও পুলিশ যায়নি তদন্তে। যে কোনো ঘটনার দুটো বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, এক অভিযোগকারী, আর দুই ঘটনাস্থল। সেই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আট দিন অতিক্রান্ত হলেও একবারের জন্যও সেখানে না যাওয়া, জিজ্ঞাসাবাদ না করা নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে।
Anubrata Dubrajpur
আট দিনেও ঘটনাস্থলে পা পড়েনি পুলিশের, অনুব্রতকে আজ আদালতে পেশ
×
Comments :0