বাংলাদেশের বিদেশ মন্ত্রক ফের তলব করল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। জুলাই অভ্যুত্থানের সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকায় গুলি করে দুষ্কৃতীরা। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে অনুমান তদন্তকারীদের। হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় হাইকমিশনারকে।
রবিবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় বলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয় তাঁকে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এই নিয়ে অন্তত পাঁচবার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদি হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতাও কামনা করা হয়েছে। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষমও হয়, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট তিনি দেশ ছাড়েন। বাংলাদেশে বিতর্কিত সব নির্বাচনের মধ্য দিয়ে তাঁর ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারত সরকার সমর্থন দিয়ে আসছিল বলে অভিযোগ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ ও দাবি খারিজ করে এদিন ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা পাল্টা বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগগুলির সঙ্গে ভারতের অবস্থানের কোনও মিল নেই। ভারত কখনও তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজের জন্য ব্যবহার করতে দেয়নি। আমরা সবসময় চাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ভারতের অবস্থান একেবারেই পরিষ্কার বলে দাবি করা হয়েছে।
Bangladesh’s Foreign Ministry
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের
×
Comments :0