দু’টি বাসের রেষারেষির জেরে আরামবাগে বাস উলটে গেল। আহত হয়েছেন ৪০ জন, তার মধ্যে গুরুতর আহত ১০। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে হুগলীর আরামবাগ সালেপুর ১ নম্বর অঞ্চলের পার্বতীচক এলাকায়র ঘটনা। আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।
বাসের ভেতরে থাকা আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে, যাত্রী নিয়ে বাসটি আরামবাগের দিকে আসছিল। আরেকটি বাস ওই সময় গতি বাড়িয়ে রেষারেষি শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগগামী বাসটি উলটে যায়। আহত হন বাসের ভেতরে থাকা যাত্রীরা।
বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজনা সামাল দিতে আরামবাগের থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসের চালক পলাতক। বাসটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
ARAMBAGH ACCIDENT
আরামবাগে বাস উলটে গুরুতর আহত ৫ শিশুসহ ১০ যাত্রী
×
Comments :0