Army vehicle exploded

শিলিগুড়িতে সেনবাহিনীর গাড়িতে বিস্ফোরণ সেনা সহ জখম চার

রাজ্য জেলা

Army vehicle exploded ছবি- রাজু ভট্টাচার্য



এসি মেশিনে গ্যাস ভর্তি করার সময় শিলিগুড়িতে সেনবাহিনীর গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারজন। বুধবার দুপুরে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া সংলগ্ন পাঞ্জাবীপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জখমদের মধ্যে রয়েছেন একজন সেনা ও তিনজন গ্যারেজকর্মী। ঘটনায় আহত তিন গ্যারেজ কর্মী হলেন সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার ও চিত্ত সরকার। আহত সেনাকর্মীর নাম জানা যায়নি। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অভিযোগ, ওই গ্যারেজটিতে দীর্ঘদিন ধরেই বেআইনীভাবে গাড়ি এসি মেশিনে গ্যাস ভর্তির কাজ করা হতো। সব জেনে শুনেও ওয়ার্ডের কাউন্সিলার ও প্রশাসন নির্বিকার থাকে। যার জেরেই এদিনের এই বিস্ফো্রণের ঘটনা ঘটেছে। 


পুলিশ সূত্রে জানা গেছে, একজন সেনাকর্মী আশ্রমপাড়া এলাকায় একটি গাড়ি নিয়ে এসেছিলেন এসি রিফিলিং করার জন্য। এসি রিফিলিং করার সময় হঠাৎই সেই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গোটা এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণে গুরুতর জখম হন ওই সেনাকর্মী সহ চারজন।  স্থানীয় মানুষজন দ্রুত এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও সেনা আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

 

Comments :0

Login to leave a comment