Assembly Monsoon Session

২২ আগস্ট থেকে বিধানসভার বর্ধিত অধিবেশন

রাজ্য

Assembly Monsoon Session

রাজ্য বিধানসভার বর্ধিত অধিবেশন শুরু হবে ২২ আগস্ট থেকে। সম্ভবত ৮ দিন চলবে এই অধিবেশন। বিধানসভার বাদল অধিবেশন গত ২৬ জুলাই স্থগিত করা হয় পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ২১ আগস্ট বিধানসভার সর্বদলীয় সভা হবে। অধিবেশনে আলোচ্য এবং কার্যসূচি ঠিক হবে ওই বৈঠকের পর। 

তৃণমূল সূত্রে খবর, রাজভবনের অতি সক্রিয়তার সমালোচনা করে বিধানসভায় প্রস্তাব পাশ করাতে চাইছে সরকার পক্ষ। সর্বদলীয় বৈঠকে তা নিয়েও আলোচনা হবে। বিষয়টি যদিও চূড়ান্ত হয়নি। 

Comments :0

Login to leave a comment