Teachers Protest

বিচার চেয়ে পথে জলপাইগুড়ির শিক্ষক সমাজ

জেলা

আর জি করে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষক দিবসে পথে নামলেন শিক্ষক সমাজ। প্রতিবাদেই বৃহস্পতিবার শিক্ষক দিবস পালিত হল জলপাইগুড়িতে।

এদিন সদর ব্লকের বেলাকোবা মুদিপাড়া উচ্চ  বিদ্যালয়ে স্কুল শুরুর আগে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকারা একত্রে প্রতিবাদ মিছিলে সামিল হন। ছাত্র-ছাত্রীদের হাতে পোস্টের লেখা লেখা ছিল "আমার দিদির বিচার চাই"।  কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে শিক্ষক দিবস উদযাপনের সময় বারবার প্রতিবাদ ধ্বনিত হয়।  রাতে জলপাইগুড়ি শহরের শিক্ষক শিক্ষাকর্মী যুক্ত মঞ্চের ডাকে মশাল মিছিল শহর পরিক্রমা করে কদমতলা মোড়ে প্রতিবাদী অবস্থানে শামিল হন।  ন্যায় বিচার চেয়ে লড়াই আন্দোলনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন শিক্ষক চিকিৎসকরা। ৮ থেকে ৮০ সমস্ত গণতন্ত্রপ্রিয় বহু মানুষ সামিল হন। তাদের একটাই দাবি বিচার চাই।

Comments :0

Login to leave a comment