বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুর কোনা গ্রামে। ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও
প্রাত:ভ্রমণে গিয়েছিলেন সিন্দ্রানীর মাগুরকোনা গ্রামের বাসিন্দা সমীর দাস,(৬২)। বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রাস্তার ধার থেকে ফুল তুলতে গিয়ে দেখেন একটি ডাল ভেঙে পড়ে আছে। সেটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনার খবর পেয়ে তাঁকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যান সমীর দাসের বড় ছেলে বিধান দাস ও তাঁর ভাই বিকাশ দাস (৪২)। বড় ছেলে তার সরানোর চেষ্টা করলে শক খেয়ে সরে আসেন। ছোট ভাই বাবাকে ধরে সরাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যুতে গোটা গ্রামে শোকের আবহ তৈরি হয়।
Comments :0