উত্তরবঙ্গের চার জেলার ত্রাণে ৫ লক্ষ টাকা তুলে দিল পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা। শুক্রবার শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনে চার জেলার সংগঠনের নেতৃত্বের হাতে প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে মোট পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
এর মধ্যে কৃষকসভার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা কমিটিকে দেড় লক্ষ টাকা করে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা কমিটিকে এক লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
এদিন এই কর্মসূচিতে ছিলেন কৃষক সভার দার্জিলিং জেলা সম্পাদক ঝরেন রায়, সহ সম্পাদক তাপস সরকার, কোচবিহারের জেলা সম্পাদক আকিক হাসান, আলিপুরদুয়ার জেলা সম্পাদক আতিউল হক, জলপাইগুড়ি জেলা সভাপতি আশিস সরকার, সম্পাদক প্রাণগোপাল ভাওয়াল।
পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার পক্ষে
চেক তুলে দেন রাজ্য নেতা পরেশ পাল।
Krishak Sabha Flood Relief
উত্তরবঙ্গের চার জেলায় ৫ লক্ষ টাকার ত্রাণ রাজ্য কৃষকসভার
জেলা নেতৃবৃন্দের হাতে চেক তুলে দিচ্ছেন পরেশ পাল।
×
Comments :0