গ্রামের নাম ঘড়াটিকা। গ্রাম পঞ্চায়েত ধাদকা। থানা বান্দোয়ান। কুঁচিয়া থেকে প্রায় ১৫-১৬ কিলোমিটার দূরবর্তী পাহাড়িয়া অঞ্চল। মধুবন, কাঁটাগড়া, রসিকনগর, গুড়পানা, লটঝরনার কাছাকাছি অবস্থিত এই গ্রামে প্রায় দেড়শটি পরিবারের বসবাস। তাদের মধ্যে বেশিরভাগই ভূমিজ মুন্ডা সম্প্রদায়ের লোক। তার সাথে কিছু সাঁওতাল, মাহাতো, কর্মকার পরিবার। দুপুর পর্যন্ত জঙ্গলে মহুল কুড়িয়ে চটজলদি স্নান খাওয়া সেরে মেয়েরা লাল পাড় সাদা শাড়ি, পুরুষেরা মাথায় পাগড়ি বেঁধে সবাই একে একে এসে জমা হলেন ঘড়াটিকা সর্দার পরিবারের আম গাছের ছায়ায়। অশান্ত জঙ্গল মহলে কাছ থেকে তারা প্রত্যক্ষ করেছেন একসময় নৃশংস কিছু দুষ্কৃতি মুখে কালো কাপড় বেঁধে কিভাবে সেখানে খুন করেছিলেন রবীন্দ্রনাথ কর, আনন্দময়ী কর, মহেন্দ্র মাহাতো, গণপতি ভদ্র, ধনু রজক, মানু সিং, বানেশ্বর সিং ,করালি মাহাতো ,নকুল সিং, অসিত মন্ডল নন্দু বেসরা প্রমুখ ১২ জন নিরপরাধ ব্যক্তিকে। তাদের অপরাধ ছিল তারা সিপিআই(এম) করতেন। প্রত্যক্ষ করেছেন ওসি নীল মাধব দাস কে হত্যাকরা। চোখের সামনে নিখোঁজ হয়েছিলেন অনিমা বেসরা। আজ ও তার খোঁজ পাওয়া যায়নি। তবুও এরা ভীত নন। মাওবাদীদের ঘোড়ায় চেপে ২০১১ সালে এসেছে তৃণমূল সরকার। এখন এই বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে আপাত শান্তির আড়ালে শুধুই লুঠের কারবার। তাদের এলাকার নদীর বালি, ধর্মীয় স্থানের পাথর, বড় বড় শাল সেগুন গাছ রাতের অন্ধকারে চালান হয়ে যাচ্ছে। প্রকৃত লোকশিল্পীরা পায়না ভাতা। আদিবাসী হোস্টেল সবই প্রায় বন্ধ। গৃহহীনরা পায়নি গৃহ। অবহেলিত হয়েছে তাদের ভাষা সংস্কৃতি। ওরা ওদের ঐতিহ্যময় মুন্ডারি নাচ নিয়ে ২০ এপ্রিল যাবেন ব্রিগেডে। নৃত্য গীতে একদিকে যেমন তুলে ধরবেন নিজেদের বিলুপ্ত প্রায় সংস্কৃতি, তেমনি গানে গানে প্রতিবাদ জানাবেন তাদের ওপর ঘটে যাওয়া সমস্ত প্রকার অন্যায় অবিচার বঞ্চনার বিরুদ্ধে। এখন প্রত্যেকদিন ই তারা শুরু করে দিয়েছে অনুশীলন। সে অনুশীলনে হাজির থাকছেন আদিবাসী ও লোক শিল্পীর সংঘের জেলা সম্পাদক তথা লোক গবেষক ড: জলধর কর্মকার সহ অশ্বিনী লোহার, শংকর সিং সর্দার, তরণী সিং সর্দার, বংশীধর মাহাতোরা।
অনুশীলনে কলকাতার রাস্তায় হাঁটার জন্য তাঁরা গান বেধেছেন-
‘‘নিতহঁতরে বিরসা অগম জ্বালারে
বিরবুরু অতে হাসা হিড়ি জাবুয়াক
বঁগা ধিরি গাডা গিতিল পাচার হাতা দাকো
কারমি তাকোওয়া ভরম ইদি দাকো
এভেন মে বিরসা- সার কৌপি তেরাংক।’’
যার বাংলা অর্থ-
এখনো তো হে বিরসা দুঃখসাগরে
বনপাহাড় জল জঙ্গল সবই কেড়ে নেয় -
দেবতাপাথর, নদীর বালি পাচার হয়ে যায়
মেয়েদের মানসম্মান ধুলাতে লুটায়।
ওঠো জাগো হে বিরসা, টাঙ্গি তীরন্দাজ।
Comments :0