Bangladesh Elections 2024

বাংলাদেশে ভোট পড়ল ৪০ শতাংশ

আন্তর্জাতিক

ঢাকার সিটি কলেজে ভোট দিচ্ছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

ভোট গ্রহণ শেষ হলো বাংলাদেশে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ বেলা ৪টে প্রর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ। এর আগে এদিন নির্বাচন কমিশন সচিব মহম্মদ জাহাঙ্গীর আলম বলেছিলেন, এদিন বিকেল ৩টে প্রর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ। ঢাকায় ভোট পড়েছে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, ময়মহনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে। গড়ে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে। এদিন ঢাকার সিটি কলেজে ভোট দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। 
বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে ভোটদাতার সংখ্যা দেশে ১১ কোটি ৯৬ লক্ষ। ৪২ হাজার ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। মোট ২৮টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট আসন ৩০০ টি। একটি কেন্দ্রে পরে নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনে এবার নির্দল মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৭০ জন। 
কমিশন জানিয়েছে ভোটদাতার সংখ্যা দেশে ১১ কোটি ৯৬ লক্ষ ৯১ হাজার ৬৩৩ জন।পুরুষ ভোটার ৬ কোটি ৭ লক্ষ ৭১ হাজার ৫৭৯ জন। মহিলা ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩ টি। ভোট কক্ষের সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার ৯১২ টি। ভোট গ্রহণ হয়েছে ব্যালট পেপারে। নির্বাচন কমিশন জানিয়েছে, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন এক প্রকার শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে ভোটগণনার কাজ।
বাংলাদেশে চলছে সরকার নির্বাচনের প্রক্রিয়া। রবিবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। এবার নির্বাচনে জয়ী হলে ৪ বার সরকার গড়বেন শেখ হাসিনা। ভোটের আগের দিন শনিবার সরকারি হিংসার অভিযোগ তুলে ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দেয় বিএনপি। এদিন বিএনপি সহ একাধিক দল নির্বাচনে অংশ নেয়নি। তবুও নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে সরা বাংলাদেশে। জাল ভোট ও ভোটে ভোটে অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি কেন্দ্রের ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। মুন্সিগঞ্জে ভোটেকেন্দ্রের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ। মৃত ব্যক্তি শাসক দলের সমর্থক ছিলেন বলে খবর। নির্বাচনে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment