পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় ‘নিষ্ক্রিয়তার’ জন্য উত্তরাখণ্ড স্টেট লাইসেন্সিং অথরিটিকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। আদালত বলেছে যে কর্তৃপক্ষ ‘‘সবকিছু ধুয়ে ফেলার চেষ্টা করেছিল’’। রামদেবের প্রচারিত সংস্থাটিও তাদের নির্দেশ ‘মানছে না’ উল্লেখ করে তিরস্কার করেছে তারা।
আদালত আসল নথি চাইলে পতঞ্জলি জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার একটি ই-কপি পেশ করে। জবাবে বেঞ্চ বলে, ‘এটা নির্দেশ মানা নয়’। আদালত পতঞ্জলিকে প্রতিটি সংবাদপত্রের মূল পৃষ্ঠা জমা দেওয়ার ‘‘আরও একটি সুযোগ’’ দিয়েছে যেখানে ক্ষমা চাওয়া হয়েছিল।
তবে বেঞ্চ উল্লেখ করেছে, ‘‘লক্ষণীয় উন্নতি হয়েছে। আগে শুধু পতঞ্জলি ছিল, এখন নাম আছে। আমরা এটার প্রশংসা করি। তারা বুঝতে পেরেছে,’’ বলেন বিচারপতি আমানউল্লাহ। রামদেব এবং পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৭ মে শীর্ষ আদালতে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Patanjali Misleading Ad Case
পতঞ্জলিকে আরও একবার সুযোগ সুপ্রিম কোর্টের
×
Comments :0