Uttar Dinajpur Book Fair

উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন ঘিরে বিরূপ প্রতিক্রিয়া

জেলা

ছবি তপন বিশ্বাস।

সোমবার ইসলামপুর হাই স্কুল মাঠে উত্তর দিনাজপুর জেলা বই মেলার উদ্বোধন হলো। তবে উদ্ধোধন ঘিরে শহরের জনমানসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বই মেলার মূল মঞ্চের পিছনে নাগর দোলা থেকে শুরু শিশুদের বিনোদনের জন্য এক গুচ্ছ ব্যবস্থা করা হয়েছে। আর তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। শহরের বই প্রেমীদের অভিযোগ, বই মেলা আর পাঁচটি মেলা থেকে আলাদা। বিনোদনের জন্য বছরের বিভিন্ন সময়ে অনেক মেলা বসে। সেখানে নাগরদোলা, ব্রেক ড্যান্স অন্যান্য বিনোদনের ব্যবস্থা থাকে। বই মেলা মূলত বই কেন্দ্রিক। সেখানে এধরনের বিনোদনের ব্যবস্থা করায় আয়োজকদের কাঠ গড়ায় তুলেছেন শহরের সংস্কৃতি প্রেমীরা। তাদের অভিযোগ, বই মেলায় অতীতে খাবারের স্টল পর্য্ন্ত থাকতো না, এবার প্রচুর খাবারের স্টল বসেছে। তারপরে এধরনের বিনোদনের ব্যবস্থা করা মোটেও কাম্য নয়। ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার বলেন,‘‘বিষয়টি মোটেও ভালো হয় নি’’। 
বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিকাশ দাস বলেন, ‘‘আসলে বই নিয়ে যাদের কারবার নয়, তারা বই মেলার মাধুর্য্য কি বুঝবে। তাই এধরনের ঘটনা ঘটবে, সেটাই স্বাভাবিক’’। এবিষয়ে বই মেলা কমিটির অন্যতম কর্মকর্তা তথা মহকুমা শাসক মো: আব্দুল শাহিদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি।
 

Comments :0

Login to leave a comment