বৃহস্পতিবার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে বাইসনের হানায় নিহত হলেন এক ব্যক্তি। পাশাপাশি জখম হয়েছেন একই পরিবাররের আরও দুইজন। নিহত ব্যাক্তির নাম চৈতু মাহালী। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সমগ্র চা বাগানে। বাগান সুত্রে, জানা যায় এদিন সকালে কিলকোট চা বাগানের বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়। সাতসকালে বাইসনের খবর চাউর হতেই চাঞ্চল্য তৈরি হয়। বাইসনটি বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় ঢুকে দাপিয়ে বেড়াতে থাকে। সেইসময় কুঞ্জ লাইনে চৈতু মাহালী তাঁর স্ত্রী লালকি মাহালী ও নাতি রণক মাহালীকে আক্রমণ করে বাইসনটি। স্থানীয় মানুষ তিনজনকেই উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। চৈতু মাহালীর অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে এদিন বাগানে আসেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল দে ও বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। চলে আসে মেটেলি থানার পুলিশ। জানা যায় বাইসনটি কুঞ্জলাইন এলাকার চা বাগানের মধ্যে রয়েছে। সেটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন বনকর্মীরা। বনে পাঠানর চেষ্টা বিফলে যাওয়ায় অবশেষে নিরুপায় হয়ে জলপাইগুড়ি থেকে ঘুমপাড়ানী টিম নিয়ে আসা হয়। ঘুমপাড়ানী গুলি ছুড়ে বাইসনটিকে নিস্তেজ করা হয়। রেঞ্জার সজল দে বলেন এখন বাইসনটিকে গরুমারা নিয়ে যাওয়া হবে। নিহত ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপুরণ পাবেন। আহতদের চিকিৎসার সব খরচ বন দপ্তর বহন করবে।
Bison Attack
চা বাগানে বাইসনের হানায় মৃত ১, জখম ২
×
Comments :0