PAKISTAN BLAST

পাকিস্তানে বিস্ফোরণ, শিশু সহ নিহত চার

আন্তর্জাতিক

ছবি টুইটার থেকে।

পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ আধিকারিক সহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও ১৫ জন। সোমবার বিকেল বিস্ফোরণটি ঘটেছে কোয়েটার শাহরা-ই-ইকবাল এলাকায়। 

 পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে যে নিহতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে।  বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পুলিশের গাড়ি ও দুটি মোটর সাইকেল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। মৃতদেহগুলি নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। 

যদিও এই বিস্ফোরণের দায় কোন সন্ত্রাসবাদী সংগঠন স্বীকার করেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে একটি মোটরসাইকেলে রাখা ছিল বিস্ফোরক। পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।  প্রাণের ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন অনেকে। বিস্ফোরণে দুই পুলিশ আধিকারিক, এক শিশু সহ চার জন প্রাণ হারিয়েছেন। ১৫ জন গুরুতর জখম হয়েছেন।

Comments :0

Login to leave a comment