TEXAS BARN FIRE

বিস্ফোরণে মৃত্যু ১৮ হাজার গবাদি
পশুর, মৃত্যু কৃষিশ্রমিকেরও

আন্তর্জাতিক

TEXAS BARN FIRE ছবি টুইটার থেকে।

টেক্সাসের অতিকায় খামারবাড়িতে আগুনে মৃত্যু হয়েছে প্রায় ১৮ হাজার গবাদি পশুর। টেক্সাসের প্রশাসন জানিয়েছে, এই ডেয়ারি খামারে বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আগুনে মারা গিয়েছেন এক ব্যক্তি। 

টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার বলেছেন, ‘‘অভাবনীয় অগ্নিকাণ্ড কেন হলো তার তদন্ত চলছে। তবে তদন্ত এবং পুরো এলাকা পরিষ্কারের জন্য অনেকটা সময় লাগতে পারে।’’ 

টেক্সাসে তো বটেই মার্কিন যুক্তরাষ্ট্রের খামারবাড়িতে এত বড় মাপের ক্ষয়ক্ষতির নথি মিলছে না। স্থানীয় কাস্ট্রো কাউন্টি প্রশাসন জানিয়েছে, আগুনের খবর পেয়েই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দেখেন গবাদি পশু ছাড়াও আটকে রয়েছেন এক কৃষি শ্রমিক। তাঁকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। 

কিভাবে লাগল এত বড় মাপের আগুন? টেক্সাস প্রশাসন বলেছে সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। তবে জৈব বর্জ্য থেকে সার তৈরির যান্ত্রিক ব্যবস্থাপনার গোলযোগে আগুন লাগতে পারে। 

সিড মিলার বলেছেন, ‘‘খামারবাড়িতে গবাদি পশুর মল থেকে সার তৈরি করার যান্ত্রিক ব্যবস্থা থাকে। হতে পারে যে জমে থাকা মল প্রচুর মিথেন গ্যাস তৈরি করেছিল। বদ্ধ অবস্থায় মিথেনে কোনোভাবে আগুন লাগতে পারে। তা থেকে বিস্ফোরণ অসম্ভব নয়।’’ 

তাঁর সংযোজন, খামারবাড়িতে আগুন নিয়ন্ত্রণের বিধি না মানা হলে এমন দুর্ঘটনা হতে পারে। খুবই সাধারণ সতর্কতা নেওয়া হলে এই পরিস্থিতি এড়ানো যায়। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করা যাচ্ছে না ঠিক এই কারণেই বিস্ফোরণ এবং আগুন কিনা।’’ 

Comments :0

Login to leave a comment