পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির হয়েছে জেলা বিজ্ঞান ভবনে। রবিবার এই রক্তদান শিবিরে সর্বমোট ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন । এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখার্জি। অতিথি ছিলেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অসীম সরকার।
শিবিরে রক্তদান করেছেন ডা: অমিতাভ মন্ডল, জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিল্বদল রায়।
মালদা জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুনীল দাস জানাচ্ছেন যে সংগঠনের কর্মী, সদস্যবৃন্দ এই শিবির রক্তদান করেছেন। জেলার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী রক্তদান শিবির সংগঠিত করতে বিশেষ সহায়তা করেছেন। এছাড়াও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মালদা জেলার সমগ্র শিক্ষা মিশন, স্বামী বিবেকানন্দ একাডেমি এবং ভারত ভারত স্কাউট অ্যান্ড গাইড সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রক্ত দান করেছেন।
এরপর আরও কয়েকটি রক্তদান শিবির সংগঠিত করা হবে বলে জানান তিনি।
Comments :0