প্রবীর দাস- সন্দেশখালি
নতুন করে আন্দোলনের পথে বেড়মজুরের প্রতিবাদী মহিলারা। শুক্রবার প্রতিবাদী মহিলারা বেড়মজুর বটতলায় হাতে লাঠি ঝাটা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়। তাদের দাবি প্রতিবাদী গীতা বরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সন্দেশখালিতে রাতের অন্ধকারে এক প্রতিবাদী মহিলাকে দলবেঁধে ধর্ষণের চেষ্টা সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা দিলীপ মল্লিক , সৈকত দাস ওরফে পিকাই এবং শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতার করতে হবে। আমরা শান্তি চাই।রাজ্য পুলিশ অশান্তি জিইয়ে রাখছে। প্রতিবাদ করলেই কপালে জুটছে মারধর পুলিশি হেনস্থা এবং ধরপাকড়।এ জিনিস অবিলম্বে বন্ধ করতে হবে। ভোট যত এগিয়ে আসছে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীবাহিনী অত্যাচার পিছু ছাড়ছে না সন্দেশখালিকে। প্রতিদিনই কোন না কোন ঘটনার ঘনঘটায় সংবাদ শিরোনামে উঠে আসছে সন্দেশখালি। ইতিমধ্যে সন্দেশখালি -২পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে দলবেঁধে ধর্ষণ, খুন ও অস্ত্র আইনে একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূল। যা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে সন্দেশখালিতে প্রতিবাদীদের গ্রেপ্তারের প্রতিবাদে শুরু হয়েছিল মহিলাদের রাত পাহারা।
৪ দিনে পড়লো সেই রাতপাহারা। পুলিশ এবং তৃণমূল কর্মীদের অত্যাচারের মোকাবিলায় এই রাতপাহারা। শুক্রবার এমনই জানান তেভাগা আন্দোলনের মাটি বেড়মজুরের নির্যাতিতা মহিলারা। এতদিন হাতে লাঠি, ঝাটা নিয়ে রাতপাহারায় ছিলেন মহিলারা। এবার যুক্ত হলো কাঁসর, ঘন্টা, শাঁখ। বিপদের আভাস পেলেই তার খবর কাঁসর ঘন্টা শাঁখ বাজিয়ে পৌঁছে যাবে ঘরে ঘরে। বললেন আন্দোলনকারী এক মহিলা। এবার এ পথেই শত্রুর মোকাবিলায় সন্দেশখালি। ভরসা নেই পুলিশে। আস্থা নেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর। নিজেরাই নিজেদের নিরাপত্তা দেবে। সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালির নির্যাতিতারা। তাদের কেউ কেউ এদিন জানালেন লুক আউট নোটিশ জারি হওয়ার পরেও কেটে গেছে অনেকটা দিন। কেন এখনো অধরা শেখ শাহজাহানের মেজ ভাই শেখ সিরাজউদ্দিন ওরফে সিরাজ ডাক্তার? তাকে এলাকায় দেখা যাচ্ছে দিব্যি ঘুরে বেড়াতে। রাতের অন্ধকারে এই সিরাজ ডাক্তার সশস্ত্র বাহিনী নিয়ে গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে। পুলিশ তাকে না ধরে আমাদের ঘরের পুরুষদের ধরে নিয়ে যাচ্ছে।
এদিকে আদালতের নির্দেশে সন্দেশখালি কান্ডে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে সিবিআই। আদালতের নির্দেশে দুটি ইমেইল আইডি খুলে সন্দেশখালি কান্ডের সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করেছে। আদালতের এ হেন নির্দেশে দেখা দিয়েছে যত গোলযোগ। সন্দেশখালির নিপীড়িত, বঞ্চিত শোষিত মানুষেরা ইমেইল আইডি সম্পর্কে অনভিজ্ঞ। যার কারণে ইমেইল আইডি খুলেও অভিযোগ তেমন জমা পড়ছে না। শেখ শাহজাহান এবং তার কোবরাহিনীর বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগ। সিবিআই সূত্রে খবর এ পর্যন্ত ৯০০ টির মতো অভিযোগ জমা পড়েছে। যা নিয়ে ইতিমধ্যেই তথ্য যাচাই করতে রুটিন মাফিক নিয়মিত নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের টিম যায় সন্দেশখালিতে। সিবিআই সূত্রে খবর ২৫-৩০ শতাংশ অভিযোগের কোনো সঠিক তথ্য দেওয়া হয় নি। পারিবারিক অশান্তি সহ এমন কিছু অভিযোগ জমা পড়েছে যার কোন সারবত্ত্বা নেই। সিবিআই মনে করছে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তদন্তকে বিভ্রান্ত করতেই এমনই কিছু অভিযোগ জমা পড়েছে যা কিনা সিবিআই তদন্তের এক্তিয়ারভূক্ত নয়। সবটাই আদালতের নজরে আনা হবে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে। অনুসন্ধান চলছে। এরই মধ্যে দূরত্বের কারণে সন্দেশখালিতে অস্থায়ী শিবির বসিয়ে জমি দখল সহ বিভিন্ন অভিযোগ জমা নেওয়ার চিন্তা ভাবনা করছে সিবিআই। সেই মতো শুক্রবার ধামাখালিতে এসবি আইয়ের উপর তলায় সিবিআই আধিকারীকদের জন্য বিশ্রামাগার তৈরি শুরু হয়। সিআরএফ জওয়ানদের জন্য তাবু খাটানোর কাজ শুরু হয় এদিন সকালে। অস্থায়ী শিবির থেকেই যাবতীয় অভিযোগ জমা এবং তা খতিয়ে দেখা অভিযোগকারীদের বক্তব্য শোনা এবং তার ভিডিও রেকর্ডিং সহ একাধিক পদক্ষেপের পথে সিবিআই। তদন্তের গতি আনতেই এহেন অস্থায়ী শিবির। এদিন এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। এদিন বেড়মজুর বটতলায় আন্দোলনকারী মহিলাদের প্রশ্ন করা হয় সিবিআইয়ের অস্থায়ী শিবিরে তারা কী এই সমস্ত অভিযোগ জানাতে যাবেন? উত্তরে এক আন্দোলনকারী মহিলা বলেন আমরা ভয়ে রাস্তায় বা এদিক ওদিক যেতে পারছি না। কি ভাবে যাব অত দূরে? বেড়মজুরেই সিবিআইয়ের অস্থায়ী শিবির বসুক। এদিন এমনই দাবি তুললেন আন্দোলনকারী মহিলারা।
Sandeshkhali Agitation
ফের আন্দোলনে সন্দেশখালির প্রতিবাদী মহিলারা
×
Comments :0