BRAZIL EQAL PAY BILL

ব্রাজিলের চেম্বারে পাশ মজুরি সমতা বিল

আন্তর্জাতিক

BRAZIL EQAL PAY BILL

নারী এবং পুরুষের সমান মজুরির পক্ষে বিল পাশ হয়েছে ব্রাজিলের জাতীয় আইনসভার নিম্নকক্ষে। ৩২৫ ভোট পড়েছে রাষ্ট্রপতি লুলা সমর্থিত বিলে, বিপক্ষে ৩৬ জন সদস্য ভোট দিয়েছেন ‘চেম্বার অব ডেপুটিজ’-এ। 

লুলা বলেছেন, ‘‘সংসদীয় কক্ষে মতদানের এই ফলাফল গুরুত্বপূর্ণ। সকলের সমান মজুরি অগ্রগতির অন্যতম প্রধান শর্ত।’’ 

এরপর আইনসভার উচ্চকক্ষ সেনেটে নেওয়া হবে ভোট। তারপর আইন প্রয়োগ করতে পারবেন লুলা। ‘চেম্বার অব ডেপুটিজ’-এ বিলটি পেশ করেছিলেন ওয়ার্কার্স পার্টির জ্যাক রোচা। সংসদে তিনি বলেছেন, ‘‘কাজের জায়গায় সমতার পক্ষে একটি প্রয়োজনীয় ধাপ পার হলাম আমরা। অসমতা ছিলই, কোভিডের পর তা আরও বেড়েছে।’’ 

বিলে সংশোধনের প্রস্তাব রয়েছে ১৯৪২ সালে পাশ হওয়া শ্রম আইনের। লিঙ্গ, জাতি, অঞ্চল ভেদে মজুরির আসমতা ধরা পড়েছে বিভিন্ন সমীক্ষায়। বিলের প্রস্তাব, অসমতার অভিযোগ প্রমাণিত হলে নিয়োগকারীকে ন্যায্য বেতনেরদশ গুন অর্থ জরিমানা দিতে হবে।  

Comments :0

Login to leave a comment