মাটি কাঁটতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হলেন এক শ্রমিক। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ববালাডাঙ্গা গ্রামে। আহত ওই ব্যক্তির নাম মোজাফফর মিয়া। পুলিশ ইতিমধ্যেই ওই স্থান থেকে বিস্ফোরিত বোমার সরঞ্জাম ছাড়াও একটি বোমা উদ্ধার করে। আহত মোজাফফর মিয়া বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, এদিন সকালে ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আজাদ মিয়ার বাড়ির পাশে একটি ডোবাতে মাটি কাটছিলেন মোজাফফর মিয়া সহ দুই শ্রমিক। হঠাৎই কোঁদালের কোপে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হযন মোজাফফর মিয়া। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার সরঞ্জাম ছাড়াও একটি বোমা উদ্ধার করে।
Comments :0