Book Review — MUKTADHARA / SERA 60

বই — সেরা ৬০ / মুক্তধারা

সাহিত্যের পাতা

Book Review   MUKTADHARA  SERA 60

বই

সেরা ৬০'-এর অন্দরমহলে

ভবানীশংকর চক্রবর্তী

কবিতা প্রকৃত অর্থে কবির মনোজাত। কবি তাঁর মনোজ যাবতীয় আনন্দ-বিষাদ, সুখ-দুঃখ, প্রেম -ঘৃণা,  দ্রোহ-অদ্রোহ ইত্যাদি  অনুভূতির বাঙময় প্রকাশ ঘটান তাঁর কবিতায়।কবি নিজে যখন অনুভব করেন -
'মিশে গেছি কবিতার শরীরে, আমি মিশে গেছি ও অনন্তে-' তখন এই একাকার আর ব্যক্তিক থাকে না , নৈর্ব্যক্তিক আবেগ ও  আশ্লেষে পাঠকেরও অন্তরস্পর্শী হয়ে ওঠে।কবি সোমা লাহিড়ী মল্লিক-এর সম্প্রতি প্রকাশিত 'সেরা ৬০' কাব্যগ্রন্থটিতে তাঁর এই অনুভবেরই প্রকাশ লক্ষ্ করা গেল ।জানি না,গ্রন্থিত ষাটখানি  কবিতা সেরার শিরোপা পাবে কিনা, সে বিচারের ভার পাঠকের, আপাতত 'সেরা ৬০'-এর অন্দরমহলে একটু উঁকি দেওয়া যাক।


                 সোমার কবিতার ভাষা সহজ।জটিল ও ভারী  শব্দ ব্যবহার করে কবিতাকে দুরূহ   করে তোলার ইচ্ছে ও চেষ্টা, কোনোটাই নেই।কবিতা দুরূহতা 
না -চাইলেও কিছু মায়াবিস্তারী  শব্দ চায়। কোথাও কোথাও এমন শব্দের অভাবে কবিতা সরসতা পায়নি।তবুও সোমার 'চুপকথারা ফাঁক পেলে তাই /বেরিয়ে আসে বেশ।' তাঁর কবিতাগুলিতে সোমা  কখনো প্রেমে আপ্লুত,কখনো দ্রোহে উদ্দাম,কখনো প্রার্থনায় আনত,কখনো-বা নিবেদনে একান্ত। প্রসঙ্গত,কয়েকটি পঙক্তি উদ্ধার করা যেতে পারে-
১।শুধু তোমার জন্য আমার এই বেপরোয়া দিনরাত
(শুধু তোমার  জন্য, পৃ.১৬)
২।জিঘাংসায় আজ উন্মত্ত পৃথিবী/মিছিলে ধ্বনিত কুচকাওয়াজ
(নিঃশ্বাসে বিষ, পৃ.১২)
৩।ফসিল হতে চাই না আমি /মৃত্যুও যদি  আসে মানুষ হয়েই মরব
(মুক্তি চাই মানবতার,পৃ.২৭)
৪।নিয়ে চলো সেই স্নিগ্ধ মেঘের কোলে/ছবির মাঝে  আমি ডুবি সেই আলোয়
(নিয়ে চলো ,পৃ.৬০)ইত্যাদি।
           ইরাবান-এর প্রচ্ছদ সুচারু।চার ফর্মার পেপার ব্যাক বইটির ছাপাও ভালো।কবিতাপ্রেমিকেরা বইটি সংগ্রহে রাখতে পারেন।


সেরা ৬০
সোমা লাহিড়ী মল্লিক
প্রকাশক- সুস্মিতা বসু সিংহ
              ঋতবাক
       ৯৮৩৬৭০৯০০৯
দাম- ১৩৫ টাকা 

Comments :0

Login to leave a comment