মাধ্যমিকে সপ্তম। লক্ষ্য চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার। তবু অনিশ্চিত ফাহিম আনিসের পড়াশোনা। কারণ, আর্থিক সঙ্কট।
মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র ফাহিম আনিস। মাধ্যমিকে পেয়েছে ৬৮৬ অর্থাৎ ৯৮ শতাংশ। বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৬। অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও ভূগোলে ১০০ করে পেয়েছে। ইতিহাসে নম্বর ৯২।
ইংরেজবাজার ব্লকের আড়াপুর পোড়ানোওদা গ্রামের বাসিন্দা ফাহিম। পরিবারে রয়েছেন বাবা, মা, ঠাকুমা ও দিদি। অত্যন্ত নিম্নবিত্ত পরিবার। বাবা ফারহাদ আনিস লরির চালক। সামান্য আয়ে কোন রকমে সংসার চলে।
ফাহিম আনাস বলছে, পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালবাসে। লক্ষ্য চিকিৎসক হওয়া। সেই সঙ্গে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার। কিন্তু প্রধান বাধা আর্থিক দুরবস্থা। আশাবাদী ফাহিম, পাশে দাঁড়াবেন কেউ না কেউ। এগতে পারবে স্বপ্ন আঁকড়ে।
(ফাহিম আনিসের যোগাযোগ - ৭৪০৭৯ ৫৮৪৯২)
Comments :0