Minor Gang Rape in Bankura

ওন্দায় নাবালিকা ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার

রাজ্য জেলা

নারী সুরক্ষা নিয়ে উত্তাল রাজ্য সহ গোটা দেশ, যখন বিচার চাইতে রাস্তার দখল নিচ্ছেন মহিলারা। যখন নারী নির্যাতন ও সুরক্ষার প্রশ্নে উত্তাল গোটা বাংলা, সেই আবহে বাঁকুড়ায় দলবেঁধে ধর্ষণের ঘটনা। ফের একবার বাংলায় নারীদের সুরক্ষার নিয়ে প্রশ্ন উঠছে। 
এক অষ্টম শ্রেণির ছাত্রীকে চার দুস্কৃতী ধর্ষণ করল। চারদিন আগে ঘটনাটি ঘটে ওন্দা থানা এলাকার একাটি গ্রামে। এই ঘটনায় পুলিশ শনিবার রাতে স্থানীয় সুধীর মুর্মূ, অবিনাশ হাঁসদা, সুশান্ত হাঁসদা ও লক্ষীকান্ত হাঁসদা নামে চার জনকে গ্রেপ্তার করেছে। রবিবার তাদের বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারপতি এদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 
পরিবার সূত্রে জানা গেছে সিমলাপাল থানার একটি গ্রামের বাসিন্দা অষ্টমশ্রেণির ছাত্রী( ১৩) কয়েকদিন আগে সে ওন্দা থানার আরেকটি গ্রামে তার পিসি বাড়িতে যায়। ২০ আগস্ট বিকালে সে গ্রামে ঘুরতে বের হওয়ার পর পাশের গ্রামের ওই চারজন আচমকাই তাকে পিছন থেকে টেনে নিয়ে যায় জঙ্গলে। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ করে। নিগৃহীতার পিসি জানান, ‘‘প্রথম দুদিন মেয়েটি কিছু জানায়নি। ওই চারজন হুমকি দেয় যার জেরে ভয়ে কারওকে কিছু জানায়নি নিগৃহীতা ৷
পরে সে অসুস্থ হয়ে পড়ার পর সব কিছু জানায়। তাকে নিয়ে গিয়ে ওন্দা থানায় অভিযোগ দায়েব করা হয়। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে ও চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। চিকিৎসা চলছে। এলাকাবাসী এই চারজনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

Comments :0

Login to leave a comment