COPA DEL REY

কোপা দেলরে তে রুদ্ধশ্বাস জয় রিয়ালের

খেলা

RMA VS RSO CDR

বুধবার রাতে কোপা দেলরের সেমিফানালের দ্বিতীয় পর্বের ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। হারালো রিয়াল সোসিদাদকে। তবে এই ম্যাচ একদমই সুখকর ছিলনা তাদের জন্য। ম্যাচে একদমই পারফর্ম করতে পারেনি রিয়াল। ১৬মিনিটে আন্দ্রে গোল করে এগিয়ে দেন সোসিদাদকে। ৩০মিনিটে গোল শোধ দেন এনরিক। দ্বিতীয়ার্ধের ৭২মিনিটে আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সোসিদাদ। ৮০মিনিটে ওয়ারাজাবালা গোল করে ব্যবধান বাড়ায় সোসিদাদের। এরপর ৮২ও ৮৬মিনিটে গোল করেন চুয়ামেনি ও বেলিংহাম। দুই পর্ব মিলিয়ে রিয়াল এগিয়েছিল ৪-৩ ব্যবধানে। তখনই ম্যাচের ৯০+৩মিনিটে রক্ষণের ভুলে গোল করেন ওয়ারাজাবালা । অতিরিক্ত সময়ের দ্বিতীয় কোয়ার্টারের ১১৫ মিনিটে জয়সূচক গোলটি আসে সেই রুডিগারের হেড থেকে। দুই পর্ব মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতলেও ফাইনালে রক্ষণের ভুল না শোধরালে সমুহ বিপদের মুখে পড়তে পারে কার্লো আন্সেলোত্তির দল।  

Comments :0

Login to leave a comment