Shot Dead in Ketugram

ফের চললো গুলি কেতুগ্রামে খুন ব্যবসায়ী

রাজ্য

Shot Dead in Ketugram


ফের চললো গুলি ফের খুন হলেন এক ব্যক্তি। রাজ্যে ফের প্রকাশ্যে খুন। রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ইট ভাটার মালিক বটু মির্জা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ১ নম্বর ব্লকের রাজুর গ্রামে। অভিযোগ ইট ভাটার মালিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলিবৃষ্টি করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় ভাটার কাছে দাঁড়িয়ে ছিলেন বটু মির্জা। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে বটুকে লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণভয়ে পালাতে থাকেন বটু। ইটভাটার একটি ঘরে আশ্রয় নেন তিনি। পিছু নেয় দুষ্কৃতীরা। তাঁকে ভাটার ঘর থেকে বার করে একের পর এক গুলি ছুড়তে থাকে।
গুলির আঘাতে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজুর থেকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। 
রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও এলাকায় ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগত কোনও ঝামেলা নাকি রাজনৈতিক কারণে খুন তার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। শনিবার রাতে হাড়োয়ার পর এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে শুট আউটের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। 

 

Comments :0

Login to leave a comment